ঝালকাঠি প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০২২

জেলেকে মারধর করে নদীতে ফেলে দিল প্রতিপক্ষ

ঝালকাঠির বিষখালী নদীতে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে রাকিব কাজী নামের এক কিশোর জেলের মাথায় বৈঠা দিয়ে আঘাত করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত রাকিব কাজীকে উদ্দার করে হাসপাতালে ভর্তি করে। রাকিব কাজী দিয়াকুল গ্রামের বেল্লাল কাজীর ছেলে।

আহতর স্বজন ও স্থানীয়রা জানায়, বিষখালী নদীতে জাল ফেলে মাছ ধরা নিয়ে রাকিব কাজীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয় পার্শ্ববর্তী দেউরী গ্রামের কাইয়ুম হাওলাদারের। এরই জেরে কাইয়ুম হাওলাদার ও তার ভাই হাই হাওলাদার, ফারুক হাওলাদার ও নাসির হাওলাদার মিলে রাকিব কাজীকে মারধর করে। তাকে বৈঠা দিয়ে মাথায় আঘত করে হত্যার উদ্দেশ্যে বিষখালী নদীতে ফেলে দেয়। পরে স্থানীয়রা দেখে রাকিবকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close