হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০২২

হিলিতে বিদেশি মদ জব্দ, মুচলেকা নিয়ে যাত্রীকে ছাড়

দিনাজপুরের হিলিতে ভারত থেকে আসা রিংকু সরকার নামের ভারতীয় এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৭ বোতল বিদেশী মদ জব্দ করেছে হিলি কাস্টমস। পরবর্তীতে মুচলেকা নিয়ে সেই যাত্রীকে ছেড়ে দিয়েছে কাস্টম। শনিবার (২৪ সেপ্টম্বর) সকাল সাড়ে ৯টায় ভারতীয় ওই পাসপোর্ট যাত্রী সীমান্ত অতিক্রম করে দেশে আসলে হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে কাস্টমসে তল্লাশী চালিয়ে তার ব্যাগ থেকে ওই মদগুলো উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। তিনি ভারতের দক্ষিন দিনাজপুর জেলার হিলি থানার বাসিন্দা।

হিলি স্থল শুল্কস্টেশনের সহকারি রাজস্ব কর্মকর্তা আব্দুল কাদের বলেন, শনিবার সকালে রিংকু সরকার নামের ওই ভারতীয় পাসপোর্ট যাত্রী সীমান্ত অতিক্রম করে ভারত থেকে দেশে আসে। এ সময় সন্দেহ হলে কাস্টমসের ব্যাগেজ রুমে তার ব্যাগ তল্লাশী করে ৬ বোতল ব্লিন্ডার প্রাইড ও ১ বোতল অফিসার্স চয়েজ নামের বিদেশী মদ জব্দ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close