দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০২২

সোমেশ্বরী নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি

নেত্রকোনার দুর্গাপুরে গাঁওকান্দিয়া নদীর পাড়সহ সোমেশ্বরী নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঘণ্টাব্যাপী গাঁওকান্দিয়া নদী পাড়ে এ মানববন্ধন হয়। এতে অংশগ্রহণ করেন নদী ভাঙন কবলিত এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক নারী পুরুষ।

মানববন্ধনে কৃষক সমিতি উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম সদস্য শামসুল আলম খানসহ নদী ভাঙন কবলিত এলাকার জনগণ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীরভাঙনে দুর্গাপুরের বিস্তীর্ণ জনপদ বিলীন হতে চললেও নদীভাঙন রোধে স্থায়ী কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি, বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close