সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০২২

খাল-বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি দিয়ে মৎস্য শিকার

বগুড়ার সোনাতলা উপজেলার খাল-বিলে বেড়েই চলেছে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের আধিপত্য। উপজেলার বিভিন্ন খাল-বিলে একটু নজর দিলেই এখন সহজেই দেখা মিলছে প্রাণ-প্রকৃতি বিনাশী চায়না দুয়ারি জাল। এ জালের আধিপত্যে সংকটে পড়েছে বিভিন্ন প্রজাতির মাছ।

সরজমিনে দেখা গেছে, উপজেলার যমুনা নদীর বিভিন্ন শাখায়, বাঙালি নদীতে এবং প্রায় সকল খালবিলে অত্যন্ত কৌশলে জালটি ব্যবহার করছে এক শ্রেণির মানুষ। ধারণা করা হচ্ছে অত্যন্ত ক্ষতিকর চায়না দুয়ারি জালের প্রভাবে ভবিষ্যতে মাছ শূন্য হয়ে পরতে পারে নদী, খালবিল অধ্যুষিত এসব এলাকা। মাঝে মাঝে ক্ষতিকর জালবিরোধী অভিযান পরিচালিত হলেও অভিযানের শেষে আবারও দাপুটে উপস্থিতি লক্ষ্য করা যায় জালগুলোর।

এ বিষয়ে স্থানীয় শিক্ষক নজরুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আগে সোনাতলার নদীনালা, খালবিলে প্রচুর মাছ পাওয়া যেতো। কিন্তু ক্ষতিকর কিছু জাল বিশেষত, চায়না দুয়ারি জালের কারণে বংশবৃদ্ধি কমে গেছে দেশিয় প্রজাতির মাছের। সরকার মাছের উৎপাদন বৃদ্ধির জন্য নানামুখী তৎপরতা গ্রহণ করলেও চায়না দুয়ারি জালের কারণে ব্যাহত হতে বসেছে ওই উদ্যোগ।’

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘মাছের উৎপাদন আরও বৃদ্ধির জন্য আমরা সরকারের নানা উদ্যোগ বাস্তবায়ন করে চলেছি। কিন্তু এক শ্রেণির অসাধু লোকের কারণে বাধাগ্রস্ত হচ্ছে সেসব উদ্যোগ। আমরা মাঝে মাঝেই অভিযান পরিচালনা করে চায়না দুয়ারি জাল জব্দ করছি, নিচ্ছি প্রয়োজনীয় আইনী ব্যবস্থা। চায়না দুয়ারি জালের বিরুদ্ধে আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close