শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০২২

শ্রীপুরে ভূমিহীনদের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

গাজীপুরের শ্রীপুরে ভূমিহীন পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নিজ মাওনা গ্রামে তারা এ মানববন্ধন করেন। এ সময় ভূমিহীন পরিবারের বসতভিটা রক্ষার দাবি জানানো হয়।

মানববন্ধনে বলা হয়, গ্রামের লালে মোড়লের পরিবারকে শত বছরের ভোগ দখলে থাকা বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা চলছে। লালে মোড়লের স্ত্রী মাজেদা বেগম অভিযোগ করে বলেন, জনৈক শাহারা বেগম, নিলুফা ইয়াছমিন কথিত এক ভূমিহীনের কাছ থেকে ২০০২ সালে ২ একর জমি কিনে নেন। খোঁজ নিয়ে দেখা যায় ওই ভূমিহীন কোনো দিনই নিজ মাওনা গ্রামে বাস করেননি। তার কোনো অস্তিÍত্ব নেই। শাহারা বেগম ওই ব্যক্তির কাছ থেকে জমি কেনার পর আমাদেরকে উচ্ছেদ করতে মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতন করে আসছে।

মানববন্ধনে আরো বলা হয়, ২০১০ সালে শ্রীপুর থানায় একটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। দীর্ঘ সময় পর আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হলে আদালত মামলার দায় থেকে মুক্তি দেন। ভূমিহীন পরিবারের ওপর হয়রানি ও নির্যাতন বন্ধ করতে এলাকাবাসী প্র্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close