নওগাঁ প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০২২

নওগাঁয় দুর্বৃত্তের আগুনে স্ত্রীর মৃত্যু স্বামী আশঙ্কাজনক

নওগাঁর পত্নীতলায় দুর্বৃত্তের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধের ঘটনায় গৃহবধূ হালিমা আক্তার বৃষ্টির মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় হালিমার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মা আমেনা বেগম।

হালিমা উপজেলার আমদাদপুর (কমলাবাড়ী) গ্রামের রিপন মিয়ার স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন রিপন।

হালিমার মা আমেনা বলেন, আমার জামাই রিপন মিয়া ও মেয়ে হালিমা বুধবার রাতের খাওয়া শেষে ঘুমাতে যান। রাত

সাড়ে ১০টার দিকে বাড়ির পেছন থেকে ঘরের জানালা দিয়ে

দুর্বৃত্তরা আগুনের কুণ্ডলি ছুড়ে মারে। মুহূর্তের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। তাদের শরীরে আগুন ধরলে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই আমরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে আমার মেয়ে মারা যায়। জামাইয়ের অবস্থাও গুরুতর। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চাই। আমি মামলা করব।

পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ, হালিমা আক্তার বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় এখনো মামলা হয়নি। তবে ঘটনাটি কীভাবে ঘটল সাবির্ক বিষয়টি আমরা তদন্ত করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close