পাবনা প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০২২

সাঁথিয়ায় ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ

পাবনার সাঁথিয়ায় ৪ লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দকৃত পুড়িয়ে ফেলাছে ভ্রাম্যমান আদালত। এটি পরিচালনা করেন সাঁথিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ঘুঘূদহ বিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় জব্দকৃত মোট ২৭০০ মিটার দৈর্ঘ্যের ১০২ টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় যার বাজার মূল্য আনুমানিক ৪ লাখ টাকা। এতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা খাদেমুল ইসলাম ও সাঁথিয়া থানা পুলিশ। নির্বাহী ম্যাজিট্রেট মো. মনিরুজ্জামান বলেন, দেশিয় প্রজাতির প্রজননক্ষম মাছ ও পোনামাছ সংরক্ষণের লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close