গাজীপুর প্রতিনিধি

  ২২ সেপ্টেম্বর, ২০২২

কাশিমপুর কারাগারে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দি গাজী সালাহ উদ্দিন (৬০) নামে এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। তিনি দি ফারমার্স ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট বিভাগের প্রধান ছিলেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. এনায়েত উল্যাহ এ তথ্য জানিয়েছেন। গাজী সালাহউদ্দিন ঢাকার মোহাম্মদপুরের ২১ শেরশাহগলি রোডের বাসিন্দা ছিলেন। তার গ্রামে বাড়ি পটুয়াখালীতে।

কারা কর্মকর্তা আরো জানান, গাজী সালাহ উদ্দিন দুদকের একটি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ বন্দি ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে দেয়া হয় ও পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে গাজী সালাহউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close