শেরপুর প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০২২

শেরপুরে অটোরিকশা চালক রফিক হত্যা মামলায় গ্রেপ্তার ২

শেরপুরের ঝিনাইগাতীর অটোরিকশা চালক রফিক মিয়া হত্যার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৯ সেপ্টেম্বর) ময়মনসিংহের ভালুকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪ এর স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।

র‌্যাব জানায়, জেলার ঝিনাইগাতী উপজেলার গুরুচরন দূধনই গ্রামের জহুরুল হকের ছেলে রফিক মিয়া সোমবার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ হয়। বুধবার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পূর্ব সমশ্চুড়ার একটি পাহাড় থেকে রফিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় র‌্যাব তদন্ত শুরু করে। এক পর্যায়ে ঝিনাইগাতীর সারিকালি নগরের মোস্তফাকে সোমবার ময়মনসিংহের ভালুকার সিক স্টোর থেকে আটক করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close