মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০২২

মেলান্দহে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আমিনুল

জামালপুরের মেলান্দহ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। রবিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছে উপজেলা বাছাই কমিটি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উপজেলার বাঘাডোবা গ্রামের মো. শাসছুল হকের এর ছেলে। তিনি বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত অবস্থায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক প্রতিযোগিতায় অংশ নেন।

জানা গেছে, আমিনুল ইসলাম ১৯৯৮ সালে সহকারী শিক্ষক পদে উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম যোগদান করেন। ২০০০ সালে পদোন্নতি পেয়ে পূর্ব বাঘাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ক্রমান্বয়ে ২০০৬ সালে উত্তর কলাবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০০৮ সালে আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সর্বশেষ ২০০৯ সাল থেকে অদ্যাবধি বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন। তাঁর প্রচেষ্টায় ঝরে পড়া রোধে ২০১৮ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের গৌরব অর্জন করে তার বিদ্যালয়। ২০১৬ সালে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় তাঁর বিদ্যালয়ের বালিকা অ্যাথলেট বিলকিস জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close