বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০২২

শার্শার গোগা সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন (৩৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মোটর সাইকেলের মধ্যে কৌশলে লুকানো ছিল স্বর্ণের বারগুলো। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে গোগা বাজারের পাশে একটি ইট ভাটার কাছ থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। জালাল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী কদমের ছেলে। খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, বিজিবি গোপন সুত্রে খবর পেয়ে একটি বিশেষ টহল দল গোগা বাজারের পাশে একটি ইট ভাটার কাছ থেকে জালাল উদ্দিনসহ একটি মোটর সাইকেলসহ আটক করে গোগা ক্যাম্পে নিয়ে আসা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close