ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

  ১৮ আগস্ট, ২০২২

চাকরির নামে প্রতারণা প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ফকিরপাড়া-ফারাজিপাড়া বিএম কলেজের প্রিন্সিপাল আব্দুস সালামের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎয়ের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সকালে উপজেলার শান্তিনগর বাজারে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। সরেজমিনে গিয়ে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার ফারাজীপাড়া বিএম কলেজের প্রিন্সিপাল এলাকার বেকার যুবক সেলিমকে কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়ার কথা বলে ১৫ বছর আগে ৮৫ হাজার টাকা নেন। পরবর্তীতে চাকরি না দিয়ে প্রিন্সিপাল আব্দুস সালাম নানান টালবাহানা শুরু করে। সেলিমের বাবা চাকরির কথা বললে প্রিন্সিপাল আব্দুস সালাম পুনরায় ৮ লাখ টাকা দাবি করেন। পরে সেলিমের বাবা আরো ৪ লাখ টাকা দেন। পরে প্রিন্সিপাল আব্দুস সালাম সেলিমের বাবার নিকট থেকে ৪১ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়।

অন্যদিকে দুলালকে চাকরি দেওয়ার কথা বলে ৫ লাখ, রুস্তমের থেকে ৯০ হাজার, রাশেদের থেকে ১ লাখ, ইসমাইলের থেকে ২৫ হাজার, রফিকুল ইসলামের থেকে ১ লাখ ৫০ হাজার ও আক্কাছ আলীর থেকে ১ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। এ ব্যাপারে প্রিন্সিপাল আব্দুস সালাম বলেন, ‘এটা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। এর কোন প্রমাণ দেখাতে পারবে না তারা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close