কুষ্টিয়া প্রতিনিধি

  ১৭ আগস্ট, ২০২২

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর আসাদুজ্জামান ওরফে কামাল কবিরাজকে যাবজ্জীবন কারাদন্ডসহ ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আসাদুজ্জামান ওরফে কামাল কবিরাজ মিরপুর উপজেলার শামুখিয়া গ্রামের বাসিন্দা আবদুল হান্নান ওরফে সন্টু কবিরাজের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৫ এপ্রিল সকালে পারিবারিক কলহের জেরে মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত স্বাস্থ্য সহকারী ডলি খাতুনকে তার স্বামী আসাদুজ্জামান মারধর করে জখম করে। এ সময় অচেতন হয়ে পড়া ডলি খাতুনকে চিকিৎসা না করে ফেলে রাখায় তার মৃত্যু হয়। ডলি খাতুনের মৃত্যু সংবাদ পেয়ে তার বাবা বহুরুল ইসলাম পরিবারের অন্যদের সঙ্গে করে মেয়ের শ্বশুরবাড়িতে যায়। সেখানে মেয়ে ডলি খাতুনের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে মিরপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের বাবা এ ঘটনায় ডলির স্বামী আসাদুজ্জামান ওরফে কামাল কবিরাজসহ ৪ জনের নামে মিরপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ২৬ জুন তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল আলিম ৪ জনের বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশিট দাখিল করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close