শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০২২

শিবচরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

মাদারীপুর শিবচরের শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুরাদ হাওলাদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়।

এতে আতিকুর রহমান মুরাদ হাওলাদার বলেন, ‘স্থানীয় মাদক ব্যবসায়ীরা তার সুনাম ক্ষুন্ন করতে নানা অপপ্রচার চালাচ্ছে। গত ২৫ জুন পবিত্র হজ্জ্ব পালনে গিয়ে ৩ আগস্ট দেশে ফেরেন তিনি। গত ২৩ জুলাই শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল হাটে তার মেজ ভাইয়ের ভাড়া দেয়া গুদাম থেকে কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাকে জড়িয়ে রনি হাওলাদার, পলাশ হাওলাদার ও বেলাল মুন্সী মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয়। অথচ সেখানে কি মালামাল রাখা ছিল সে বিষয়ে তিনি অবগত নন। সে সময় তিনি সৌদি আরব ছিলেন। অথচ তাকে জড়িয়ে বিভ্রান্তিমূলক মিথ্যা তথ্য ফেসবুকে প্রচার করা হচ্ছে। যারা এসব করছে তারা মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলাও রয়েছে। এ সময় তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close