মেহেরপুর প্রতিনিধি

  ০৮ আগস্ট, ২০২২

মেহেরপুরে মামলার বাদীর কারাদণ্ড

হয়রানীমূলক মামলা প্রমাণিত হওয়ায় মেহেরপুরের বাদীকে ৭ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরো সাতদিনের কারাদণ্ড দেন। রবিবার (৭ আগস্ট) সিনিয়ার জুডিশিয়াল ম্যাাজিষ্ট্রেট এস এম শরিয়তুল্লাহ এ আদেশ দেন। মামলার বাদী হিফাজ উদ্দীন ও আসামী আমীর হোসেন, খোকন আলী ও রোকন উদ্দীন সকলেই মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের বাসিন্দা।

আদালতের বেঞ্চ সহকারি মোছা. শেফালী খাতুন জানান, মামলার বাদী হিফাজ উদ্দীন আসামীদের বিরুদ্ধে মারধর, প্রাণনাশের অভিযোগ এনে ফৌজদারি মামলা করেন। মামলার বাদীর সাক্ষিরা হুমকির পক্ষে কোন সাক্ষ্য প্রদান করেননি। মামলার বাদী আদালতের কাছে স্বীকার করেন দুই ও তিন নম্বর আসামী ঘটনাস্থলে ছিলেন না। ফলে আসামীদের পক্ষে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিমত ব্যক্ত করে বিচারক মামলার রায় প্রদান করে আসামীকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close