গাইবান্ধা ও গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০২২

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

হঠাৎ করে সবধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার (৬ আগস্ট) গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। গাইবান্ধা নাগরিক মঞ্চ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

এতে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ আলী প্রামানিক, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির, সদস্য সচিব মোর্শেদ হাসান দীপন, অ্যাড. ফারুক কবির, শিক্ষক আব্দুল আহাদ বকুল প্রমুখ।

এদিকে, ময়মনসিংহের গৌরীপুর প্রতিনিধি জানান, ইউরিয়া সার ও ডিজেলের মূল্য বৃদ্ধি এবং সার বিক্রয়ে অবব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন হয়েছে। শনিবার (৬ আগস্ট) বিকালে পৌর শহরের কৃষ্ণচূড়া চত্বরে উপজেলা কৃষক সমিতির উদ্যোগে এই মানববন্ধন করা হয়।

এতে বক্তব্য দেন উপজেলা কৃষক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সহসভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল হাসনাত, দপ্তর সম্পাদক গোলাম মোহাম্মদ, উপজেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উদীচীর সভাপতি ওবায়দুর রহমান, ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হাসান অনয়, সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close