শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
০৬ আগস্ট, ২০২২
শ্রীপুরে গাঁজাসহ আটক ২

গাজীপুরের শ্রীপুরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (০৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জৈনাবাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো- রাজশাহীর দুর্গাপুর থানার শালগড়িয়া গ্রামের মৃত তাহের মোল্লার ছেলে মো. নাজমুল (৪৩) ও একই জেলার বিলপুকুর থানার ভাংরা এলাকার খলিলুর রহমানের ছেলে মো. মমিন আলী (২৫)। এ ঘটনায় র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
বৃহস্পতিবার রাতে র্যাব-১ এর একটি আভিজনিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় কুমিল্লা থেকে ট্রাকে করে একটি গাজার চালান গাজীপুর হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন