মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

  ০৫ আগস্ট, ২০২২

বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে রবিউল ইসলাম খান (২৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জিউধরা ইউনিয়নের মাদ্রাসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল জিউধরা ইউনিয়নের বরইতলা গ্রামের শাহ আলম খানের ছেলে।

জানা গেছে, বিদ্যুৎ বিভাগের অনুমোদিত লাইনম্যান নীতিশ সরকারের পরিবর্তে মাদ্রাসার বাজার লাইনে কাজ করছিলেন রবিউল ইসলাম। এ সময় অপর লাইনম্যান বিপ্লবকে বসিয়ে রাখা হয়। লাইন বন্ধ করার পরে রবিউল খুঁটিতে ওঠেন। কাজ শেষ হওয়ার আগেই সাবষ্টেশন থেকে লাইন চালু করা হলে বিদ্যুতায়িত হয়ে রবিউল মারা যান। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে নিকটস্থ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এবিএম মিজানুর রহমান বলেন, ‘রবিউল স্থানীয় একজন ইলেকট্রিশিয়ান। পল্লী বিদ্যুতের অনুমোদিত ইলেকট্রিশিয়ান নয়। লাইনের খুঁটিতে উঠে তার কাজ করার কথা নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close