আহমেদ রেজওয়ান, ফেনী

  ০৫ আগস্ট, ২০২২

ফেনীতে অনুমোদনহীন ১২ লেভেল ক্রসিং, দুর্ঘটনার শঙ্কা

ফেনীর শর্শদী থেকে মুহুরীগঞ্জ পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার রেলপথ। রেলওয়ের হিসাব মতে চারটি স্টেশনের অধীনে ২১টি রেলক্রসিং রয়েছে। এ ছাড়া আরও ১২টি রেলক্রসিং রয়েছে যার কোন অনুমোদন নেই। অনুমোদহীন এইসব রেলক্রসিংয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ ও যানবাহন। নিয়মিত যানবাহন যাওয়া আসা করলেও রেলক্রসিংয়ে নেই কোন গেটমেন্ট। এতে বাড়ছে রেল দুর্ঘটনা। গত শুক্রবার (২৯ জুলাই) মিরসরাইয়ের খৈয়াছড়া রেলক্রসিংয়ের দুর্ঘটনার পর নিরাপত্তার বিষয়টি আবার সামনে আসে।

রেলওয়ের আইন অনুযায়, রেলপথ ক্রসিং তৈরি করতে হলে সংশ্লিষ্ট এলাকার ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পূর্বানুমতি নিতে হয়। ক্রসিংয়ের স্থানে রেলপথের দুই পাশে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ফটক নির্মাণ করতে হয়। এরপর কমপক্ষে তিনজন প্রহরির মজুরি, সিগন্যাল ব্যবস্থাপনার খরচও বহন করতে হবে সংশ্লিষ্টদের। এরপর সরেজমিনে পরিদর্শন করে রেলওয়ে প্রকৌশল বিভাগের চূড়ান্ত পর্যবেক্ষণের পর রেলস্টেশন থেকে ঐ ক্রসিং এর অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বলেছেন, অনুমোদন নিয়ে রেলক্রসিং নির্মাণ ব্যবস্থা ব্যয়বহুল হাওয়ায় মানুষ অনুমোদন ছাড়াই নিজেদের মতো করে রেলপথে দুই পাশে রাস্তা দেখিয়ে লেভেল ক্রসিং হিসেবে ব্যবহার করে।

মাঠ পর্যায়ে ঘুরে দেখা গেছে, ফেনী জেলায় বিভিন্ন সড়ক তৈরিতে মানা হচ্ছে না কোন নিয়ম। রেলওয়ে কর্তৃপক্ষ এসব সড়ককে অবৈধ ও অনুমোদহীন বললেও বন্ধ করতে কোন উদ্যোগ নিচ্ছে না।

এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সড়ক বন্ধ করে দিলেও প্রভাবশালীদের হস্তক্ষেপে স্থানীয় বাসিন্দারা পুনরায় তা চালু করে। চেষ্টা করেও এসব সড়ক স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হচ্ছে না।

রেলক্রসিং ঘুরে দেখা গেছে, ‘সাবধান’, সামনে রেল পারাপার, সামনে রেলপথ, ধীরে চলুন, সামনের রেল ক্রসিং ইত্যাদি লেখা সাইনবোর্ড টানানো থাকলেও এর ক্রসিং এর একটিতেও নেই কোন সিগন্যালম্যান।

স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ্য ভাবে গড়ে ওঠা এসব রেলক্রসিং দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। রেলওয়ে বিভাগ বিষয়টি দেখেও না দেখার ভান করেন। তারা শুধু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কিন্তু কার্যত কোনো পদক্ষেপ নেন না।

রেলওয়ে সূত্রে জানা যায়, ফেনী জেলার প্রায় ২৩ কিলোমিটার রেলপথের অধীনে ৪৪টি রেল ক্রসিং রয়েছে। এর মধ্যে ১২টি রেলক্রসিংয়ে অবৈধ। অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে এগুলো গড়ে উঠেছে।

এ ব্যাপারে রেলওয়ের পূর্বাঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী (পথ) রিটন চাকমা বলেন, রেলওয়ের আশপাশের রাস্তা হওয়ায় যত্রতত্র ভাবে রেল ক্রসিং হচ্ছে। এভাবে রেল ক্রসিং করা অবৈধ। কোন অনুমতি নেই, যা রেল আইন অনুযায়ী অবৈধ ও শাস্তিযোগ্য। এ ব্যাপারে রেলওয়ে প্রকৌশল (পর) বিভাগ পদক্ষেপ নেবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close