মানিকগঞ্জ ও কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৩ আগস্ট, ২০২২

বিদ্যুৎস্পর্শে হরিরামপুরে নারী কামারখন্দে শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জের হরিরামপুরে বিদ্যুৎস্পর্শে রেহানা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। রেহেনা বেগম উপজেলার মজমপাড়ার একজেল ফকিরের স্ত্রী।

স্থানীয়দের বরাতে হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে নিজের ঘরের ভেতরে কাজ করার সময় মোটরের তারের মাধ্যমে জড়িয়ে গুরুতর আহত হন রেহানা। তাকে উদ্ধার করে ঝিটকা বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

এদিকে সিরাজগঞ্জের কামারখন্দ প্রতিনিধি জানান, কামারখন্দে চরটেংরাইল নির্মাণাধীন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে জমসের আলী (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চরটেংরাইল নির্মাণাধীন সাব-স্টেশনে কাজ করার সময় এ ঘটনা ঘটে। জমসের আলী কুড়িগ্রামের রাজারহাট থানার পান্তাপাড়া গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে।

জানা গেছে, ঘটনান পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকন মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া জান্নাত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। শ্রমিকরা কোন ধরনের সেফটি গার্ড ছাড়াই কাজ করায় এমন ঘটনা ঘটেছে বলে জানান কর্মরত কয়েকজন শ্রমিক।

এ বিষয়ে কামারখন্দ সাব-জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান জানান, আমাদের নির্মাণাধীন সাব-স্টেশনটিতে ৩৫০ ভোল্ট কারেন্টের সাথে শক লেগে তার মৃত্যু হয়েছে। কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান এনার্জিপ্যাককে দেওয়া হয়েছে। তারা তাদের মতো কাজ করছে শ্রমিকদের সেফটি গার্ড যদি নিশ্চিত করতে না পারে এটার সম্পূর্ণ দায়দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close