তালতলী (বরগুনা) প্রতিনিধি

  ০২ জুলাই, ২০২২

টিসিবির পণ্য মজুদ করায় ব্যবসায়ীকে কারাদণ্ড

বরগুনার তালতলী উপজেলায় সরকারি বরাদ্দকৃত টিসিবির পণ্য দোকানে বিক্রির জন্য মজুদ করায় ইউসুফ হাওলাদার (৪৫) নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ছোটবগী বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট এস এম সাদিক তানভীর। এ সময় ইউসুফ হাওলাদারকে এক মাসের কারাদন্ড দেন তিনি।

ইউসুফ হাওলাদার ছোটবগী বাজারের বাসিন্দা। তিনি মেসার্স মুন্সি স্টোর নামক একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ছোটবগী বাজারে অভিযান চালিয়ে টিসিবির ডিলার মো. সজিবকে না পেয়ে ইউসুফ হাওলাদারের দোকান থেকে তেল ১১৬ লিটার, ডাল ২৩ কেজি, চিনি ৪০০ কেজি জব্দ করা হয়। পরে জব্দকৃত টিসিবির পণ্য ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট এস এম সাদিক তানভীর বলেন, টিসিবির পণ্য ডিলার ব্যতীত দোকানে মজুদ ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। দোকানে মজুদ রাখার অপরাধে ব্যবসায়ী ইউসুফ হাওলাদারকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close