শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

  ৩০ জুন, ২০২২

চুনারুঘাটে চা বাগানে বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিক্ষোভের মুখে সংযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নিকটবর্তী চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী লাল চান্দ চা বাগানে আকস্মিক বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে ইংল্যান্ড কোম্পানির। এ ঘটনায় চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

বাগান সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে আকস্মিক হবিগঞ্জ পল্লী বিদুৎ সমিতির সদর দপ্তর শায়েস্তাগঞ্জের অসাধু কর্মকর্তা- কর্মচারীরা লাল চান্দ চা বাগানে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে বাগানের চা কারখানায় ১৫ লাখ টাকার চাপাতা ক্ষতি হয়।

পল্লী বিদুৎ সমিতির সদর দপ্তর এজিএম সফিউল বলেন, জুন মাস আসছে, বিগত মে মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বাগানের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন জানান, বিগত মে মাসের বিদ্যুৎ বিল জুন মাসে ২৯ জুন পরিশোধের শেষ তারিখ ছিল। কিন্তু পল্লী বিদুৎ সমিতির সদর দপ্তর থেকে নোটিস ছাড়াই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ অবস্থায় চা বাগানের চাশ্রমিকরা বিক্ষোভ করলে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তর সিনিয়র ব্যবস্থাপক মোতাহের হোসেন ঘটনার খবর পেলে ৬ ঘণ্টা পর পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close