সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৩ জুন, ২০২২

সিরাজগঞ্জে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির সংকট

সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ নদণ্ডনদীর পানিও বাড়ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বুধবার সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি, চরমালশাপাড়া কালিয়াহরিপুর ইউনিয়নের চররামগাঁতী, পাইকপাড়া, মোড়গ্রাম, সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর, পূর্ব বাঐতারাসহ বাঁধের অভ্যন্তরে বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে।

এলাকাবাসী জানায়, প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এসব অঞ্চলে এখন দেখা দিয়েছে পানীয় জল ও জ্বালানির তীব্র সংকট। এতে চরম দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিত এলাকার হাজার হাজার মানুষ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গতকাল বুধবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি এক সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে কাজিপুর পয়েন্টে যমুনার পানি স্থিতিশীল।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জেলার অভ্যন্তরীণ করোতোয়া, ফুলজোড়, ইছামতি, বড়ালসহ বিভিন্ন নদ নদী ও খাল বিলের পানি বেড়েছে। যমুনার পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালী ও সদর উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বিভিন্ন ফসল ডুবে গেছে।

জেলা ত্রাণ কর্মকর্তা আখতারুজ্জামান জানান, সিরাজগঞ্জ সদর, কাজিপুর, চৌহালি, শাহজাদপুর, বেলকুচি উপজেলায় বানভাসি মানুষের মাঝে চাল, নগদ অর্থ, শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে। ৭৭১ মেট্র্রিক টন চাল ও ১৩ লাখ ৮ হাজার ৫শ’ টাকা বন্যা কবলিতদের মাঝে বিতরণের জন্য প্রস্তুত আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ১০ হাজার প্যাকেট শুকনো খাবার এবং এক হাজার বান্ডিল ঢেউ টিনের চাহিদা জানিয়ে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close