মদন (নেত্রকোনা) প্রতিনিধি

  ২৩ জুন, ২০২২

বন্যার পানিতে ডুবে স্কুলশিক্ষকের মৃত্যু

নেত্রকোনার মদনে হাফিজুর রহমান ভূঁইয়া (৫৩) নামের একজন স্কুলশিক্ষক বন্যার পানিতে ডুবে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় মদন বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে ইমদাদপুর মসজিদের সামনে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে যান। হাফিজুর রহমান মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে মদন পৌর সদরে ইমদাদপুর শ্বশুর বাড়িতে থাকেন। হাফিজুর রানিহালা একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় মদন বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ইমদাদপুর জামে মসজিদের সামনে হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close