বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী

  ২৩ জুন, ২০২২

নরসিংদীতে প্রস্তুত ৭৬ হাজার পশু

কোরবানির ঈদকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর কৃষক ও খামারিরা। বিক্রির জন্য প্রায় ৭৬ হাজার পশু প্রস্তুত করেছেন তারা। যা জেলার চাহিদার তুলনায় অনেক বেশি।

কোনো রাসায়নিক ওষুধ বা হরমোনজাতীয় ইনজেকশন প্রয়োগ না করে প্রতি বছরের মতো এবারও খামারিরা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু, মহিষ, ছাগল ও ভেড়া মোটাতাজা করেন।তবে গো খাদ্যের চড়া দামে পশু লালন পালন করে এ মহামারি করোনায় ন্যায্যমূল্য পাবেন কিনা, তা নিয়ে অনেকটা শঙ্কায় আছেন খামারিরা। তারপরও খামারিদের আশা, করোনার এ পরিস্থিতিতে সীমান্ত দিয়ে যদি দেশের বাইরের পশু আমদানি বন্ধ থাকে, ঈদের হাটে এসব পশু বিক্রি করে লাভবান হবেন তারা।

খামারি ও কৃষকদের ভাষ্য অনুযায়ী, এবার গো-খাদ্যের দাম বাড়ার ফলে পশু লালন পালন খরচ অন্য বছরের তুলনায় অনেকটাই বেড়েছে।

জেলা পশুসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, এ বছর স্থানীয় খামারিরা তাদের খামারগুলোতে ৬৫ হাজার ৪৭২টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন। আর ব্যক্তিগত ও

কৃষক পর্যায়ে আরও ১০ থেকে ১২ হাজারের মত পশু প্রস্তুত করা হয়েছে। যা কোরবানিযোগ্য পশুর চাহিদার তুলনায় প্রায় ১৯ হাজার বেশি। নরসিংদী জেলা কোরবানিযোগ্য পশুর চাহিদা প্রায় ৫৭ হাজার। সেই ক্ষেত্রে কোরবানির জন্য পশু আমদানির প্রয়োজন হবে না বরং এ জেলার পশু অন্যত্র সরবরাহ করা সম্ভব হবে মনে করছেন জেলা প্রাণিসম্পদ বিভাগ।

নরসিংদী জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলার ৬টি উপজেলায় ছোট বড় মিলিয়ে ৭ হাজার ১৬৬ জন খামারি ৬৫ হাজার ৪৭২টি পশু পরিচর্যা করে কোরবানির জন্যে প্রস্তুত করেছেন। এ সকল পশুর মধ্যে রয়েছে গরু ৩৬০৯৬ যার মধ্যে ষাড় ২৫ হাজার ৮০৬টি, বলদ ৫ হাজার ২১৬টি, গাভী ৫ হাজার ৭৪টি। এছাড়া মহিষ ১ হাজার ৭৮০টি, ছাগল ১৯ হাজার ৫৯১টি, ভেড়া ৭ হাজার ৯০৯টি ও অন্যন্য পশু ৯৬টি।

এছাড়াও ব্যক্তিগতভাবে কৃষকসহ সৃজনালী পশু পালনকারীরা কোরবানির জন্যে বিভিন্ন পশু লালন পালন করছেন ১০ থেকে ১২ হাজার। তাই এবার স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানের পশু হাটেও এ সব পশু সরবরাহ করা যাবে বলে আশা করেছেন খামারিরা।

সরেজমিনে জেলার বিভিন্ন খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছরই ঈদের ৫ থেকে ৬ মাস আগে বাজার থেকে গরু-মহিষ কিনে দেশীয় খাবার দিয়ে সিজনারী লালন পালন করে বাজারে বিক্রির জন্য প্রস্তুতি করেন খামারিরা। অনেকে আবার ৮ থেকে ১০ মাস আগে থেকেই দেশের স্থানীয় হাট থেকে গরু-মহিষ ও ছাগল কিনে লালন পালন করছেন।

খামারিরা জানান, প্রতি বছরই কোরবানির ঈদ এলে গরু বিক্রি করে বাড়তি আয় করেন তারা। ছোট-বড় খামারের পাশাপাশি কৃষকরাও ঈদকে সামনে রেখে গরু মোটাতাজা করে থাকেন। অন্যান্য বছর ক্রেতারা কোরবানির একমাস আগে থেকে খামারিদের সাথে যোগাযোগ করতেন পছন্দের পশুটি কিনার জন্য, এবার করোনা ও সারাদেশে বন্যা পরিস্থিতির কারণে সে অবস্থান নেই।

রায়পুরা উপজেলা চরমধুয়া এলাকার গ্রীন এগ্রো ফার্মের মালিক আহসান শিকদার বলেন, এবার আমাদের খামারে দেশীয় জাতের ৯৫টি গরু পালন করা হয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এসব গরু মোটাতাজা করা হয়েছে। তবে দেশে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে কোরবানির পশুর দাম ও বাজার পরিস্থিতি কী হয় এ নিয়ে শষ্কায় আছি।

শিবপুর উপজেলার ইটাখোলা গ্রামের খামারি কিবরিয়া বলেন, প্রতি বছরই এই ঈদকে সামনে রেখেই আমরা খামারিরা সাধারণত পশু লালন পালনে বড় অংকের টাকা বিনিয়োগ করে থাকি। আমার খামারে এ বছর ৬৫টি গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।

নরসিংদী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান খান বলেন, এবছর নরসিংদী জেলায় প্রায় ৫৭ হাজার কোরবানির পশুর চাহিদা রয়েছে। জেলায় ৭ হাজার ১৬৬টি খামারে গরু ও মহিষসহ প্রায় ৬৫ হাজার ৪৭২টি কোরবানিযোগ্য পশু প্রস্তুতি হয়েছে। এতে ১৯২ কোটি টাকা ব্যবসার আশা তাদের। এছাড়া কৃষকসহ ব্যক্তিগতভাবে গৃহপালিত ১০ থেকে ১২ হাজার পশু রয়েছে। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধ ব্যবহার না করে দেশীয় খাবার খাইয়ে পশু মোটাতাজা করার জন্য কৃষক ও খামারিদের পরামর্শ দেওয়া হয়েছে। পশু মোটাতাজাকরণে ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে মাঠ পর্যায়ে তদারকির করা হচ্ছে বলে জানান তিনি। বাজারে দেশীয় গরুর চাহিদা থাকায় আশা করছি খামারি ও কৃষকরা লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close