কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

  ২২ জুন, ২০২২

বন্যার পানিতে সন্তান বাঁচাতে মায়ের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়ায় বন্যার পানিতে হাওরে ডিঙ্গি নৌকাযোগে নারী, শিশু মিলে বেড়াতে গিয়ে উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের জুলেখা বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার জুড়াইল হাওরে এ ঘটনা ঘটে। জুলেখা বেগম জুড়াইল গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।

এছাড়াও খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ নুরুল ইসলাম, ইউএনও মোছা. মাহমুদা বেগম, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. সারোয়ার জাহান কাউসার।

এ বিষয়ে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, গতকাল সকালে বন্যার পানিতে বেড়ানোর জন্য জুলেখা বেগম, নাজমুন্নাহার ও সন্তানদের নিয়ে ৫ জন ডিঙ্গি নৌকাযোগে জুড়াইল হাওরে যান। এ সময় জুলেখা বেগমের কন্যা তানজিনা ডিঙ্গি নৌকা থেকে পানিতে পড়ে গেলে নৌকা ডুবে যায়। সন্তানকে বাঁচাতে তিনি পানিতে ঝাঁপিয়ে পড়েন। পরে সন্তানকে উদ্ধার করতে পারলেও জুলেখা বেগম পানিতে ডুবে যান। পরে তাকে স্বজনরা মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close