পলাশ (নরসিংদী) প্রতিনিধি

  ২২ জুন, ২০২২

খবর প্রকাশের পর

সেতুর অ্যাপ্রোচ সড়কের ভাঙন সংস্কার

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে গত দুদিনের অবিরাম বর্ষণে ব্যাপক ভাঙন। এ নিয়ে গত সোমবার প্রতিদিনের সংবাদ পত্রিকায় অ্যাপ্রোচ সড়কে ভাঙন, দুর্ঘটনার শঙ্কা শিরোনামে খবর প্রকাশের পর ভাঙন স্থানে বালুর বস্তা ও ঢালাই দিয়ে সংস্কার শুরু করেছে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ।

শহীদ ময়েজউদ্দিন সেতুর সংযোগ সড়কে (অ্যাপ্রোচ) গত দুই দিনের অবিরাম বর্ষণে ব্যাপক ভাঙন দেখা দিয়েছিলো। ফলে সেতুর পূর্ব পাশের সড়কে ১০-১৫ ফুট গর্ত হয়ে মাটি ও ব্লক দেবে যায়। এতে সড়ক ও সেতুতে যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সড়কটির দেবে যাওয়া অংশে ইট, বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করে এবং লাল পতাকা দিয়ে এখানে নিশানা দিয়ে রাখাছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close