নোয়াখালী প্রতিনিধি

  ২১ জুন, ২০২২

চোর চক্রের ৯ সদস্য আটক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৯ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। গত রবিবার রাতের বিভিন্ন সময়ে গোপন সংবাদেন ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪টি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫টি ১২ ভোল্টের ব্যাটারি এবং চোরাই অটোরিকশা বিক্রির ১৬ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর ৪ নম্বর ওয়ার্ডের মো. মঈন (৩২), খালপাড়ের মো. মারুফ (২৬), হাজী সর্দার বাড়ির সোহেল (৩৯), আলু ব্যাপারী বাড়ির পলাশ (৩৬), আলী মিয়ার বাড়ির ভুট্টু (৪০), কামরুল হাসান টিপু (২৬), লাতু হাজী বাড়ির শাহাদাত হাসন রিপন (৪৫),

আহসানুজ্জামান ফয়সাল (৩৫) ও আলু ব্যাপারী বাড়ির আবদুল আরশাদ (২৯)।

আটককৃতদের বিরুদ্ধে অটোরিকশা চালক মো. গিয়াস উদ্দিন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেছেন বলেও জানান র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close