আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ২৫ মে, ২০২২

বড় ভাইয়ের লাঠির আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু

বগুড়ার আদমদীঘির কদমা গ্রামে পানি সেচকে কেন্দ্র করে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই রানা নিহত হয়েছেন। তারা ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। গতকাল মঙ্গলবার এই রিপোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘির কদমা গ্রামের রানা গত ২২ মে পুকুর থেকে শালোমেশিন দিয়ে পানি সেচ দিচ্ছিলেন। এ সময় তার বড় ভাই ঈদন পানি সেচে বাধা দেয়। পানি সেচকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে বাকবিতন্ডা হলে এক পর্যায়ে বড় ভাই ঈদন বাঁশ দিয়ে রানার মাথায় আঘাত করে। রানা আহত হলো তাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা অবনতি হলে রানাকে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রানার অবস্থা আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আবস্থা গত সোমবার রাত দেড়টায় রানা মারা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close