উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ২২ মে, ২০২২

উলিপুরে বজ্রপাতে আহত ৩

কুড়িগ্রামের উলিপুরে ধান শুকানোর সময় বজ্রপাতে একই এলাকার তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পূর্ব দড়িচর গ্রামের নামারচর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে ওই এলাকার নুরল আমিন ক্বারী, রাহেনা বেগম, গোলাপী বেগম, সোহেল মিয়া নামারচর স্থানে ধান শুকাতে থাকেন। দুপুরে শিলাবৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে প্রচন্ড শব্দে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর সোহেল মিয়া সুস্থ্য হলেও বাকিদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close