পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

  ১৯ মে, ২০২২

জমি নিয়ে বিরোধ মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর ও লুটপাট, আহত ১

নেত্রকোনার পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল আজিজ আকন্দের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রাবেয়া আক্তারকে (৭০) আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী আল আমিনদের বিরুদ্ধে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উপজেলার ফাযিলপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রাবেয়া আক্তার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন।

সরেজমিনে প্রত্যক্ষদর্শী বাচ্চু মিয়া ও নুরুল ইসলামের বরাত দিয়ে জানা গেছে, পূর্ব হতেই উভয় পক্ষের মাঝে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজের নামে রেজিস্ট্রিকৃত স্বত্ব দখলিয় জমিতে আল আমিন গংরা জোর পূর্বক ঘর নির্মাণ করার পায়তারা করে। বাড়িতে পুরুষ না থাকায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের নারীরা আল আমিন গংদের ওই কাজ বন্ধ করতে নিষেধ করে। নিষেধে ক্ষুব্ধ হয়ে ওই ফাযিলপুর গ্রামের মৃত আ. রশিদের ছেলে আল আমিন, এনামুল, স্ত্রী আনোয়ারা বেগম এবং আ. কাদিরের ছেলে আ. হেলিম, আ. রহিম অজ্ঞাত ১০-১২ জনকে নিয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজ আকন্দের বাড়ি-ঘর ভাংচুর করে ৫ লাখ টাকা লুটপাট করে নিয়ে যায়। এ সময় বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রাবেয়া আক্তার আহত হন। পরিবারের লোকজন আহত রাবেয়া আক্তার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষযয়ে রাতেই একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close