হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

  ১৭ মে, ২০২২

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

আগুনে দুই বসতঘর ছাই

চাঁদপুরের হাজীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দুইটি বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মান্নান কোম্পানির নতুন মিয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে দুইটি বসতঘর, ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্র ও তৈজসপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

আগুনের খবর পেয়ে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ থানার এসআই মাসুদ মুন্সী ও পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্রদাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্তরা জানান, দুপুরে ইউছুফ আলীর স্ত্রী রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিক থেকে আগুনের সূত্রপাত হয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে প্বার্শবর্তী খন্দকার হারুন অর রশিদ বসতঘরেও লেগে যায়। অবস্থা বেগতিক দেখে বাড়ির সবাই নিরাপদে গিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়। এরপর খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দুইটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম জানান, ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close