ঝিনাইদহ প্রতিনিধি

  ১৪ মে, ২০২২

মানববন্ধন

ঝিনাইদহ পৌরসভা কর্তৃক বরাদ্দকৃত পৌর ট্রাক টার্মিনালে সড়ক বিভাগ কর্তৃক উচ্ছেদকৃত দোকানের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জামানতের টাকা ফেরত ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে। গতকাল শুক্রবার সকালে মানববন্ধনে অর্ধশতাধিক দোকানী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, সদর পৌরসভা কর্তৃপক্ষ ট্রাক টার্মিনাল এলাকায় আমাদের কাছে দোকান বরাদ্ধ দিয়ে জামানত গ্রহন করে। সেভাবেই আমরা ব্যবসা করছিলাম। কিন্তু সম্প্রতি সড়ক বিভাগ ওই জায়গা নিজেদের দাবি করে সকল দোকান উচ্ছেদ করে। পৌরসভা কর্তৃপক্ষের গাফিলতির কারনে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই পৌরসভার কাছে আমরা জামানতের টাকা ফেরতসহ ক্ষতিপূরণ চাই। এই টাকা ফেরত না দিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে হুশিয়ারি দেওয়া দেন ব্যবসায়ীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close