কুড়িগ্রাম প্রতিনিধি

  ১৩ মে, ২০২২

সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ

কুড়িগ্রামে হলোখানা ইউনিয়ন পরিষদ সংলগ্ন শুভারকুটিরে ‘বায়তুন নবী জামে মসজিদ’ গমন সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উত্তেজিত জনতা ঠিকাদারের ব্যাপক অনিয়মের কারণে কাজ সাময়িক বন্ধ করে দিয়েছে। ঠিকাদার ও এলাকাবাসীর মাঝে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায়।

সরেজমিনে জানা গেছে, বায়তুন নবী জামে মসজিদ চত্ত্বর এ সৌন্দর্য বর্ধন কাজে ব্যবহৃত হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ইট, পুরাতন ইট, চিকন বালু। এছাড়া সলিংয়ে প্লাস্টিক ব্যবহার না করেই যেনতেনভাবে বসানো হচ্ছে ইট। জেলা পরিষদের তালিকাভূক্ত মেসার্স জুয়েল ট্রেডার্স নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পেয়েছেন। কাজের ব্যয় ছিল ৫ লাখ টাকা। ওই প্রতিষ্ঠানের কাছ থেকে কাজটি সাব নেন জেলা পরিষদ সদস্য (উলিপুর) মোছাঃ শিউলি বেগম। তিনি জেলা পরিষদ সদস্য হওয়ায় কাজে ব্যাপক অনিয়ম করছেন এলাকাবাসীর মধ্যে সাক্ষ্য দেন আবুল কালাম, সাইদুর রহমান ও নুরন্নবী সরকার।

এ বিষয়ে সুভারকুটি বায়তুন নুর জামে মসজিদের সহসভাপতি ওয়াহেদ আলী বানু বলেন, ৫ লাখ টাকার কাজ ঠিকাদার ১ লাখ টাকায় শেষ করার পাঁয়তারা করছেন তারা। যেহেতু কাজটি মসজিদ সম্পৃক্ত এজন্য কাজটিতে অনিয়ম আমরা মেনে নিতে পারছি না। তাই কাজটি সাময়িক বন্ধ করে দিয়েছি।

এ ব্যাপারে সাব ঠিকাদার শিউলি বেগম এর সঙ্গে ফোনে কথা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘আমরা জন প্রতিনিধি। আমরা বরাবরই কাজ ভালো করে থাকি। সাংবাদিকদের তো সেখানে যাওয়ার প্রয়োজন নেই। আপনি নির্বাহী কর্মকর্তা এবং জেলা পরিষদ প্রশাসকের কাছে যান।’

এদিকে সড়ক নির্মাণ কাজে দ্বিতীয় শ্রেণীর ইট ব্যবহারের নিয়ম আছে কিনা এমন প্রশ্নে জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘দ্বিতীয় শ্রেণীর ইট ব্যবহার ও কাজে অনিয়মের কোন সুযোগ নেই। যেহেতু অভিযোগ উঠেছে আমরা বিষয়টি তদন্ত করব।’

এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম বলেন, ‘কাজটি নিয়োজিত ঠিকাদার করার কথা। জেলা পরিষদ সদস্যদের কাজ করার নিয়ম নেই। তবুও নির্মাণ কাজে দ্বিতীয় শ্রেণীর ইট ব্যবহারের অভিযোগ আমলে নেওয়া হয়েছে। যদি অনিয়মে হয়ে থাকে তাহলে এটি ভেঙে পুনরায় করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close