দিনাজপুর প্রতিনিধি

  ১২ মে, ২০২২

স্ত্রী হত্যা মামলা

৩ জনের মৃত্যুদণ্ড স্বামীর আমৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রথম স্ত্রীকে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে আলামত পুড়িয়ে নষ্ট করার মামলায় সতীন প্রতিমা রানী চৌধুরী (৪০) সৎ-ছেলে আকাশ চৌধুরী (২২) ও দ্বিতীয় স্ত্রীর ভাই কাজল মহন্তকে (২৭) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম রেজাউল বারী এই আদেশ প্রদান করেন। এছাড়া একই মামলায় স্বামী সাধনানন্দ চৌধুরীকে (৫৮) আমৃত্যু কারাদণ্ড ও প্রতিবেশি জীবন দাস (২৮) নামে এক আসামীকে ১০ বছর কারাদণ্ডের সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করে আদালত। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত।

উল্লেখ্য, গত ২০১৭ সালের ৬ এপ্রিল রাত ৯টার দিকে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সাধনানন্দ চৌধুরী ও তার দ্বিতীয় স্ত্রী, সৎ-ছেলে, দ্বিতীয় স্ত্রী’র ভাই ও এক প্রতিবেশী একত্রিত হয়ে সাধনানন্দের প্রথম স্ত্রী দিসিস তাপতী রানীকে হত্যা করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close