নোয়াখালী প্রতিনিধি

  ১২ মে, ২০২২

বাবাকে পিটিয়ে হত্যা মেয়েসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে জমিজমা নিয়ে বিরোধের জেরে মহিন উদ্দিনকে (৬২) পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের মেয়ে শাহিনা আক্তারসহ (৩৭) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। গত মঙ্গলবার ভোরে গাজীপুর জেলার জয়দেবপুরের সালনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মো. মাহফুজুর রহমানের ছেলে মো. নূর নবী সুমন (৪০), তার ছেলে ইউসুফ শামীম (১৮) ও স্ত্রী শাহিনা আক্তার (৩৭)।

পুলিশ সুপার বলেন, ‘বাগ্বিত-ার একপর্যায়ে প্রথমে নিজের বাবাকে (মহিন উদ্দিন) ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেন শাহিনা আক্তার। এরপর মহিন উদ্দিন পানি থেকে উঠে এলে তাকে কিল-ঘুষি দেন জামাই নূর নবী ও নাতি ইউসুফ শামীম। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিন উদ্দিনকে মৃত ঘোষণা করেন।’

পুলিশ সুপার শহীদুল ইসলাম আরও বলেন, ‘মহিন উদ্দিন হত্যাকাণ্ডের পর তার দ্বিতীয় মেয়ে বিবি কুলসুম লাভলী বাদী হয়ে চারজনকে আসামি করে কবিরহাট থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে রিমান্ড ও জবানবন্দির আবেদন করা হবে।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পারিবারিক জায়গা-জমি নিয়ে মহিন উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল তার মেয়ে শাহিনা ও জামাই নুর নবী সুমনের। গত ৩০ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ নিয়ে মহিনের সঙ্গে মেয়ে শাহিনা, জামাই সুমন ও নাতি শামীমের বাগ্বিত-া হয়। এর একপর্যায়ে মহিন উদ্দিনকে প্রথমে পানিতে ফেলে ও পরে পিটিয়ে জখম করেন তারা। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিনকে মৃত ঘোষণা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close