বগুড়া প্রতিনিধি

  ১০ মে, ২০২২

১৮ বছরের সাজা থেকে বাঁচতে এক যুগ পলাতক

১৮ বছরের সাজা থেকে বাঁচতে এক যুগ পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে ১০ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রেজাউল করিম (৫০)। দীর্ঘ ১২ বছর পর গত রবিবার মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানা-পুলিশ। রেজাউল বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকার মৃত সদর উদ্দিনের ছেলে।

বগুড়া সদর থানার এসআই জাকির আল আহসান জানান, রেজাউল করিমের বগুড়ায় ঢালাই কারখানা ছিল। এই ব্যবসার সুবাদে তিনি বগুড়ায় বিভিন্ন ব্যাংক থেকে কোটি টাকা ঋণ নেন। একপর্যায়ে তার ব্যবসার মন্দাভাব দেখা দিলে তিনি গত ২০১০ সালে বগুড়া থেকে পালিয়ে যান। পরে তিনি দীর্ঘ ৫ বছর মালয়েশিয়ায় থেকে আবার দেশে ফিরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাড়া বাসায় আত্মগোপন করে থাকেন। এর মধ্যে ২০১৪ সাল থেকে পরপর দশটি মামলায় তার ১৮ বছরের সাজা হয়। ১৮ বছরের সাজা থেকে বাঁচতে তিনি ১২ বছর পলাতক ছিলেন। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, রেজাউলকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close