সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

  ১০ মে, ২০২২

সৈয়দপুর রেলওয়ে স্টেশন

কোটি টাকা সংস্কার ব্যয়ে বাড়বে উন্নত যাত্রীসেবা

সৈয়দপুর রেলওয়ে স্টেশনটি আধুনিকায়ন ও দৃশ্যমান করতে প্রায় ১ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সেই টাকায় নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। স্টেশনটির প্ল্যাটফর্ম প্রশস্ত, উঁচুকরণ, শেড ও সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। আধুনিকায়নকাজ সম্পন্ন হলে যাত্রীসেবার মান বাড়বে। এতে দুর্ভোগ কমতে পারে বলে জানান স্থানীয়রা।

জানা গেছে, ১৮৭০ সালে আসাম বেঙ্গল রেলওয়ের বিশাল কারখানা গড়ে উঠে নীলফামারীর সৈয়দপুরে। ১৮৭২ সালের শেষের দিকে নির্মিত হয় রেলওয়ের এই স্টেশনটি। ১৮৭০-১৯৮০ সাল পর্যন্ত রেলওয়ে এই

বিশাল কারখানায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকের সংখ্যা ছিল প্রায় ১০ হাজারের মতো।

রেলওয়ের এই কারখানাকে ঘিরেই লেবার টাউন হিসেবে দেশজুড়ে পরিচিতি পায় সৈয়দপুর।

১৯৯৬ সালের পর স্বেচ্ছায় গোল্ডেন হ্যান্ডসেকের মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারীরা অবসর নেওয়ায় রেল কারখানার জৌলুশ কমতে থাকে। বাড়তে থাকে ব্যবসায়ীর সংখ্যা। ১৯৯০ সাল থেকে দেশের অষ্টম বানিজ্যিক শহরের খ্যাতি অর্জন করে নীলফামারীর সৈয়দপুর উপজেলা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাস-মিনিবাস, বিমান ও ট্রেন যোগে মানুষ ভিড় জমাতে থাকে ব্যবসার শহর সৈয়দপুরে।

সৈয়দপুর রেল কারখানার ব্রিজ শাখার এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার জুয়েল মিয়া জানান, বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতায় মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে রেলওয়ের উন্নয়নের ধারাবাহিকতায় ২০২১ সালের ১১ নভেম্বর রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি প্রাথমিক পর্যায়ে ষ্টেশনের প্লাটফর্ম প্রশস্ত করণ, উচু করণ,

শেড নির্মাণ ও সীমানা প্রাচির নির্মাণের জন্য প্রায় ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে সৈয়দপুর রেলওয়ে ষ্টেশনটি আধুনিকায়নের নির্দেশ দেন। সেই থেকে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান

নির্ধারিত সময়ে কাজ শুরু করায় ইতোমধ্যে শেড নির্মাণসহ অন্যান্য কাজগুলো

দ্রুত এগিয়ে চলায় দৃশ্যমান হতে চলেছে সৈয়দপুর রেলওয়ে ষ্টেশনের আধুনিকায়নের কাজ।

সৈয়দপুর রেলওয়ে ষ্টেশন মাস্টার শওকত আলী জানান, প্লাটফর্ম আধুনিকায়নের কাজ এগিয়ে চলায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে যাত্রীদের সুবিধা বৃদ্ধি পাবে শতভাগ।

রেল কারখানার বিভাগীয় তত্বাবধায়ক সাদিকুর রহমান জানান, প্লাটফর্মের কাজ প্রায় ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। অল্পদিনেই ষ্টেশনটি দৃশ্যমান হতে পারে বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close