পাবনা প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০২২

পাবনায় পদ্মা নদী থেকে অবৈধ রাস্তা অপসারণ

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামে পদ্মা নদীর পানি প্রবাহ বন্ধ করে তৈরি করা রাস্তা অপসারণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সদর ইউএনও তাহমিনা আক্তার রেইনা অভিযান চালিয়ে রাস্তাটি অপসারণ করেন। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর (ভেকু) জব্দ করা হয়।

ইউএনও জানান, প্রবাহমান নদীকে বন্ধ করার কোন সুযোগ নেই। হেমায়েতপুরের চরভবানীপুর আশ্রয়ন প্রকল্পের পার্শ্ববর্তী চর থেকে একটি চক্র ইটভাটায় মাটি নিতে পদ্মা নদী ভরাট করে রাস্তা নির্মাণ করে। বিষয়টি জানতে পেরে রবিবার স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় রাস্তার মাটি অপসারণ করা হয়। এছাড়া অবৈধ ভাবে মাটি কাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করে নিস্কিয় করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close