গাইবান্ধা প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০২২

ডিজিটাল নিরাপত্তা মামলা

সিপিবি নেতাসহ ৬ জন কারাগারে

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাইবান্ধার ছয় সিপিবি নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন-কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সদর উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, উপজেলা নেতা জাহাঙ্গীর আলম মন্ডল, দক্ষিণ গিদারীর পার্টি সদস্য আনিছুর রহমান, উত্তর গিদারীর পার্টি সদস্য নবাব আলী ও বাদশা মিয়া। গতকাল বুধবার রংপুর বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক ডক্টর আবদুল মজিদের আদালত এ আদেশ দেয়।

জানা গেছে, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কাউন্সিল বাজারে দক্ষিণ গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় সহিংসতা হয়। এ ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলা করেন গিদারী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশীদ ইদু। একই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে অপর একটি মামলা করেন গিদারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আতাউর রহমান। মামলায় ওই ছয়জনসহ ৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close