ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০২২

শত্রুতার জেরে সাতশ আম গাছ সাবাড়

নওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে কৃষকের ৭০০ আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে জমিতে গিয়ে আম গাছের দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যান কৃষক পরিবার। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত গুনদেশাহার গ্রামে।

জানা গেছে, ওই এলাকার মৃত গজিমদ্দিন মন্ডলের ছেলে মজিবুর রহমান (৬৫) গুনদেশাহার মৌজায় প্রায় ৩৫ বছর আগে ১ একর ৪৯ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে তিনি দীর্ঘদিন ধরে চাষাবাদ করেন। গত ২ বছর আগে সেই জমিতে তিনি ৭০০ আ¤্রপালি আম গাছের চারা রোপণ করেন। চলতি বছরে সেই গাছগুলোতে ফল আসার কথা জানিয়েছিল কৃষি কর্মকর্তারা। এরই মধ্যে গত রবিবার রাতে তার বাগানে বেড়ে ওঠা সকল আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

কৃষক মজিবুর রহমান জানান, আমার জমি-জমা নিয়ে কারো সাথে কোন রকম ঝামেলা নেই। গত চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলীয় প্রার্থী নৌকার পক্ষ নেওয়াতে বিরোধী প্রার্থীরা আমার বাগানের গাছ কেটে দিয়েছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি জানান, অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close