কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০২২

খবর প্রকাশের পর

ইউএনওর হস্তক্ষেপে কালাইল বিলের মাটি কাটা বন্ধ

গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতা মিলে কৃষি জমির মাটি কাটার খবর প্রকাশের পর বন্ধ হলো কালাইল বিলের মাটি কাটা। ইউএনও’র হস্তক্ষেপে স্থানীয় কালাইল বিল কালীগঞ্জ পৌরসভা অংশ দুর্বাটি উত্তরপাড়া ও বৈরাইল এলাকার কৃষি জমির এ মাটি কাটা বন্ধ হয়। গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মো. আসসাদিকজামান।

ইউএনও মো. আসসাদিকজামান জানান, ঘটনাস্থলে গিয়ে দুটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয় এবং ওই দুই নেতাকে খবর দিয়ে অফিসে এনে ভবিষ্যতে আর কৃষি জমির মাটি কাটবে না বলে মুচলেকা নেওয়া হয়েছে। এছাড়া কালাইল বিলের কৃষি জমির উপর দিয়ে নেওয়া রাস্তা ঠিক করে আগামী ৭ দিনের মধ্যে ক্ষতিগ্রস্থ কৃষকদের ফিরিয়ে দেওয়া হবে। তবে ভবিষ্যতে এ ধরণের ঘটনা যেখানেই সংগঠিত হবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close