মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০২২

‘স্যার’ না বলায় নির্বাচন কর্মকর্তা ক্ষেপলেন সাংবাদিকের ওপর

মির্জাগঞ্জ জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গিয়ে ভাই বলায় ক্ষেপে যান তিনি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গিয়ে কর্মকর্তাকে ‘স্যার’ না বলায় এক সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ পাওয়া গেছে। নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ করেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। গতকাল সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই কর্মকর্তাকে অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

রফিকুল ইসলাম বলেন, ‘‘সোমবার সকাল ১১টার দিকে রিয়াজ কাজী নামে আমার এক আত্মীয়ের জাতীয় পরিচয় পত্রের তথ্যের সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে যাই। এ সময় দায়িত্বরত নির্বাচন কর্মকর্তা শাহাদাৎ হোসেনকে ‘ভাই’ বলে সম্বোধন করে পরিচয় পত্রের সমস্যাটি সমাধানের বিষয়ে আলাপ করি। এতেই ক্ষেপে যান তিনি।’ তখন তিনি বলেন, ‘আপনি আমাকে ভাই বললেন কেন? আমি আপনার কেমন ভাই? খালাতো ভাই না চাচাতো ভাই?’ এসব বলে এক পর্যায়ে তাকে স্যার না বলে ভাই বলায় আমার সঙ্গে তিনি বিভিন্ন ধরনের অশোভন আচরণ করেন। পরে তিনি পরিচয় পত্রের সংশোধনের ব্যাপারে কোন কিছু না বলে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন।’’

মির্জাগঞ্জ প্রেসক্লাবের ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান বলেন, একজন সরকারি কর্মকর্তার এ ধরনের আচরন করা ঠিক না। আমি এর তীব্র নিন্দা জানাই।

অভিযুক্ত উপজেলায় নির্বাচন কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, ‘সাদ্দাম ভাই একজন লোক নিয়ে আসছিলো। আমি তাকে ভালো করে জানিও না ও চিনিও না। এই আর কি।’ ‘ভাই’ বলার কথা বললে তিনি বলেন, ‘বিষয়টি ঠিক সেটা না, তিনি একটি লোক নিয়ে আসছিলো অফিসে তা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। তবে সেরকম কিছু না।’

এ বিষয়ে ইউএনও মোসা. তানিয়া ফেরদৌস মুঠোফোনে বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close