প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ জানুয়ারি, ২০২২

বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

শেষ মুহূর্তে জেঁকে বসেছে শীত। শীত নিবারণে দুস্থদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন ও বিত্তবানরা। গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

সিরাজগঞ্জ : পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শহরের শ্রী শ্রী মহাপ্রভু আখরায় জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বারী সেখ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা প্রমুখ।

পীরগাছা (রংপুর) : পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ব্যক্তিগত তহবিল থেকে তিন হাজার কম্বল নিয়ে নিজের নির্বাচনী এলাকা রংপুরের পীরগাছায় ছুটে যান তিনি। সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা পারুল, পীরগাছা, কৈকুড়ী, কান্দি, তাম্বুলপুর, ছাওলা, অন্নদানগর, ইটাকুমারী ও কল্যাণী ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজ নিজ ইউনিয়নের চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ইউএনও শেখ শামসুল আরেফীন প্রমুখ।

সুজানগর (পাবনা) : সুজানগর উপজেলার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, ওসি মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম প্রমুখ।

নেত্রকোনা : নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম খান শুভ্র, ইব্রাহিম, বাঁধন প্রমুখ।

ফরিদপুর : গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ফরিদপুর জেলা প্রশাসন। শহরের মুন্সীবাজার সংলগ্ন বেদে পল্লী, গেরদা ইউনিয়নের বাখুন্ডা ব্রিজের নিচে বেদে পল্লী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে আগত রোগীর স্বজনদের ও শহরের বিভিন্ন স্থানে রাস্তার পাশে, বাসস্ট্যান্ডে অবস্থানরত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসলাম মোল্লা প্রমুখ।

এদিকে, ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অসহায় নিম্ন আয়ের হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। ঘোষপুর ইউনিয়নের রতনদিয়া গ্রামের আলম মিয়ার বাড়ির উঠানে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। রতনদিয়া ৬নং ওয়ার্ডের মেম্বর শাহাদত হোসেন নান্নুর সভাপতিত্বে, ঘোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শোয়েবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী নিলুফা ইয়াসমিন প্রমুখ।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : নবাবগঞ্জ উপজেলায় দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৫০টি শীতার্ত পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মানবিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রাজীব খাঁন, সদস্য শেখ রাজু, শেখ মাসুম, শেখ রাজিব, আল আমিন, রবিউল ইসলাম, নুর ইসলাম, শেখ ইমরান, সজিব খাঁন, শেখ ছাইদ, আবু জাফর, অনিক হোসেন, খাইরুল ইসলাম প্রমুখ।

হিলি (দিনাজপুর) : হাকিমপুর (হিলি) উপজেলার রিকাবী চকচকা আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির নবাগত ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আবদুর রাজ্জাক, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সহকারী শিক্ষক গোলাম রব্বানী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close