কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০২২

মডেল ওয়ার্ড গড়তে মাঠে ৫ হাজার পরিচ্ছন্ন কর্মী

কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলের উদ্যোগে মাঠে নেমেছে ৫ হাজার পরিষ্কার পরিছন্নতা কর্মী। গতকাল সকালে কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র মজিবুর রহমান। এই অভিযান কর্মসূচি ১ মাস চলমান থাকবে। কালিয়াকৈর পৌরসভায় এই প্রথম নজিরবিহীন ঘটনা ঘটেছে। অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভা ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল, মহিলা কাউন্সিলর নাজমা আক্তার, লিডা টেক্সটাইল কারখানার সিনিয়র ম্যানেজার সোহান মিয়া প্রমুখ। এ সময় অভিযানে অংশগ্রহণ করেন ৮নং ওয়ার্ডে ২১টি স্কুল ও মাদ্রাসা ছাত্র-ছাত্রী, তিনটি কারখানার শ্রমিক, ৮৪ জন পৌরসভার পরিচ্ছন্নতাসহ ৫ হাজার লোকজন নিয়ে ওয়ার্ডের তিনটি পয়েন্টে একযোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করছে।

পৌর মেয়র মজিবুর রহমান বলেন, যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস করুন। এতে সুন্দর একটি ওয়ার্ড তৈরি করতে পৌরবাসীকে আহবান করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close