পাবনা প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০২২

পাবনা পৌরসভাকে অ্যাম্বুলেন্স উপহার ভারতের

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে পাবনা পৌরসভাকে আইসিইউ অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি আনুষ্ঠানিকভাবে মেয়র শরীফ উদ্দিন প্রধানের কাছে চাবি হস্তান্তর করেন। মেয়র শরীফ উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র, প্রেস ক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, ব্যবসায়ী ইদ্রিস আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন, পৌর আ.লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ মাস্টার, ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার প্রমুখ।

সভাপতির বক্তব্যে শরীফ উদ্দিন প্রধান বলেন, মহান মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা এ দেশের মানুষ সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। পৌরবাসীর কল্যাণে ভারতের দেওয়া অ্যাম্বুলেন্স অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় সঞ্জীব কুমার ভাট্টি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ সফরের সময়ে অ্যাম্বুলেন্স প্রদানের ঘোষণা করেন। তারই অংশ হিসেবে বাংলাদেশে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবারাহ করে ভারত সরকার।

তিনি আরো বলেন, কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত বাংলাদেশকে পিপিই, কিট, চিকিৎসা সরঞ্জাম, টেস্টিং কিট, ভ্যাকসিন সরবরাহসহ নানাভাবে সহায়তা করেছে। তেমনি কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের সময় বাংলাদেশও সাহায্য নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছিল। ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ভারত সামর্থ্যরে মধ্যে বাংলাদেশকে সব সময় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close