কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০২২

কালিয়াকৈরে করোনার টিকাদানে বিশৃঙ্খলা ঝুঁকিতে শিক্ষার্থীরা

গাজীপুরের কালিয়াকৈরে পরিকল্পনার অভাবে শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচিতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে একসঙ্গে ৫ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়াকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, এদিকে একদিনে বিপুল সংখ্যক শিক্ষার্থীর টিকাদান কার্যক্রম পরিচালনা করতে প্রশাসনের কোন সহযোগিতা না পাওয়ায় বেকায়দায় পরেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এই পরিস্থিতিতে শিক্ষাথীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অভিভাবকরা। তারা বলেন, গাদাগাদি করে টিকা নেওয়ার সময় একজনের করোনা পজেটিভ থাকলে অন্যদের আক্রান্ত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। একসঙ্গে এতো শিক্ষার্থীর টিকা দেওয়ার সিদ্ধান্ত কোন ভাবেই ঠিক হয়নি বলে জানান তারা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা বলেন, পরিকল্পনা মতো টিকাদান কর্মসূচী সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি।

ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close