নেত্রকোনা প্রতিনিধি

  ১৩ জানুয়ারি, ২০২২

স্বাধীনতার পর প্রথম চেয়ারম্যান পেল মোফাফরপুরবাসী

স্বাধীনতার পর প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মোজাফরপুর ইউনিয়নের মোফাফরপুর গ্রাম থেকে। গত ৫০ বছরে এই গ্রাম থেকে কেউ চেয়ারম্যান হননি।

গত ৫ জানুয়ারি নির্বাচনে প্রথমবারের মতো এই গ্রাম থেকে জাকির আলম ভূঁইয়া চেয়ারম্যান নির্বাচিত হয়। নির্বাচনে জাকির আলম নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৮৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারহানা আফরোজ ঘোড়া প্রতীকে ৬ হাজার ২৩১ ভোট পায়।

গ্রামের এক বাসিন্দা ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, এই গ্রাম থেকে বিগত ৫০ বছরেও কেউ চেয়ারম্যান হতে পারেনি। দীর্ঘদিনের ইতিহাস ভেঙে এই প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়াই গ্রামবাসীরা আনন্দিত ও গর্বিত।

জাকির আলম ভূঁইয়া বলেন, ভোটারদের সমর্থন আর ভালোবাসার কাছে চিরঋণী। এলাকার রাস্তা-ঘাটের উন্নয়নে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করার জন্য স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিলসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close