ফরিদপুর প্রতিনিধি

  ১৩ জানুয়ারি, ২০২২

ভার্মি কম্পোস্ট সারের খামার পরিদর্শনে ৪০ নারী উদ্যোক্তা

মানসম্মত ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে সারা দেশে সাড়া ফেলেছেন ফরিদপুরের উদ্যোক্তা তানিয়া পারভীন। গত মঙ্গলবার শোভারামপুরে তার খামার পরিদর্শণ করেন নড়াইল ও মাগুরার ৪০ জন নারী উদ্যোক্তা। তারা পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প ২য় পর্যায়ের উদ্যোক্তা।

জানা গেছে, তানিয়ার সাফল্য দেখেই খামার পরিদর্শণে যান তারা। এছাড়া দেশের বিভিন্ন জেলার নারী উদ্যোক্তারা। স্থানীয় কৃষকদের চাহিদা পুরণ করে, তানিয়ার সার দেশের বিভিন্ন জেলার কৃষকদের চাহিদা পুরন করছে তানিয়া। খামার পরিদর্শন শেষে তার খামার প্রাঙ্গনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে বক্তব্য প্রশিক্ষণ পরামর্শক মোশাররফ হোসেন, জীবন ও জীবিকায়ন প্রকল্পের পরামর্শক কৃষিবিদ মো. দিদারুল আলম, উদ্যোক্তা তানিয়া পারভীন। এ সময় বৈঠকে উপস্থিত নারী উদ্যোক্তাদের ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের বিষয়ে পরামর্শ ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন তানিয়া পারভীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close