বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৩ জানুয়ারি, ২০২২

বাঁশখালীতে বসতবাড়িতে হাতির তাণ্ডব

চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কসংলগ্ন পুকুরিয়া চন্দ্রপুর এলাকায় গভীর রাতে বসতঘরে হাতির তাণ্ডব চালিয়েছে। গত মঙ্গলবার ভোরে বাঁশখালী প্রধান সড়কে পাশে পুকুরিয়া ইউনিয়নের আজিজুর রহমানের বাড়িতে ঘটনাটি ঘটে। এ সময় হাতির দল আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হোসাইনের টিনশেড ইটের দেওয়াল ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে ধান ছড়িয়ে-ছিটিয়ে নষ্ট করে এবং টিনের ছাউনি টেনে ছিঁড়ে নষ্ট করে চলে যায়।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোহাম্মদ হোসাইন জানান মঙ্গলবার গভীর রাতে কে যেন ধাক্কা দিয়ে বাড়ির দেওয়াল ফেলে দেয়। তখন আমরা মনে করেছি ঘরের ভিতরে ডাকাত ডুকেছে। ঘুম ভেঙ্গে গেলে দেখি হাতি, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে পড়ি। এ সময় আমার ঘরে থাকা প্রায় ১১ মন ধান ছড়িয়ে-ছিটিয়ে এবং কিছু ধান খেয়ে নষ্ট করে ফেলে। এতে আমার প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করলে তারা বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close